প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন গ্রেফতার

স্বপ্নভূমি ডেস্ক : বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের লালদীঘি পাড়ের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলে ঘেরাও করে। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থল থেকে রিমনকে থানায় নিয়ে যায়।
আটক রিমন শংকরপুর এলাকার ফিরোজের বাড়ির ভাড়াটিয়া এসএম আব্দুর রবের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কোতয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবলুর রহমান বলেন, “আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।”
এদিকে থানায় থাকা অবস্থায় মহিউদ্দিন রিমন দাবি করেন, তিনি অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়েছিলেন। তখন স্থানীয় কিছু লোক তাকে আটক করে পুলিশে খবর দেয়। তিনি আরও জানান, বিএনপি অফিস ভাঙচুরে তার কোনো সম্পৃক্ততা নেই, মামলায় তার নাম আছে কি না সেটিও তিনি জানেন না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ